সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি-অটোরিক্সা চলাচল বন্ধ 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি-অটোরিক্সা চলাচল বন্ধ 

পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে রোববার (১৬ এপ্রিল) থেকে ঈদের দশ দিন পর্যন্ত তিন চাকার সিএনজি অটোরিকশা থ্রি হুইলার চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন। 

গত শনিবার ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রাথমিকভাবে সিএনজিচালকদের সতর্ক করে দেন ত্রিশাল থানা পুলিশ। 

এসময় উপস্থিত ছিলেন  ত্রিশাল থানার ওসি  মো. মাইন উদিন দেশাল ট্রাফিক ইনস্পেক্টর বেলায়েত হোসেন। এছাড়াও বিষয়টিকে আমলে নেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। তবে  ঢাকা-ময়মনসিংহ  মহাসড়কে ত্রিশাল অংশের সড়কে  অন্য দূরপাল্লার যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

জানা গেছে, আসন্ন পবিত্র  ঈদ-উল-ফিতরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরফেরা জামালপুর নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হালুয়াঘাট, ফুলপুর, নালিতাবাড়ী, বিরিশিরিসহ অন্য উপজেলা ও জেলা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

পাশাপাশি তিন চাকার থ্রি হুইলার সিএনজি অটোরিকশা অপসারণের জন্য বিভিন্ন পয়েন্টে  প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন জানান, যারা আইন ভঙ্গ করে গাড়ি চালাবেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।  

টিএইচ